কঠিন কিন্তু সুন্দর সময়
কত দ্রুতই না কেটে গেল
ভাল লাগল সবকিছু
আরেকটু পেলে হত বেশী ভাল।
কত মায়া কত স্মৃতি
ভুলে যেওনা আমার আকুতি
এত স্মৃতি কি ভোলা যায়?
মধুর স্মৃতি আমাকে কাঁদায় ।
সুন্দর এই পৃথিবী
তার থেকেও সুন্দর এই বেঁচে থাকা
চলে যায় কত সময়
এত মুখ এত ভালবাসা
মনে পরে সারা দিনময় ।