রঞ্জিত শর্মা মারা গেল
কার কি এসে গেল?
নেতারা আছেন মজায়
কে গেল কি  আসে যায়?


কেউ দেখার নেই
সবাই আছে সুখে
ভাবার সময় নেই
কষ্ট শুধু এই বুকে ।

কি হবে এসব বলে
লোকে আজ কবিতা পড়েনা
খায় আর ঘুমায়
আর নেতারা টেবিল চাপড়ায় ।