সেই পাবে আঁধারে আলো
খোদা যাকে বাসেন ভালো ।
সে ব্যক্তিই তো সফলকাম
আছে যার পূর্ণ ঈমান ।
সঠিক পথে চললে আর
সদা সঠিক কথা বললে
সব কষ্ট তোমার হবে দূর
একাল আর পরকালে ।
আল্লাহ্র বিধান মেনে তুমি
এগিয়ে যাও সামনে ,
ভয় না পেয়ে চল তুমি
সবাই থাকবে তোমার পেছনে।