২৬ নম্বর সেলে আছে
দুর্ধর্ষ এক আসামী ,
নাম বললে চিনে ফেলবে
প্রত্যেকেই তাকে আমরা চিনি ।


ভয়ংকর পাপী সে
অহংকারী এক দাম্ভিক
ভাবেন তিনিই ঠিক
আর বাকী সব বেঠিক ।

এত সাহস কিভাবে পায়
ভণ্ড এই লোকটা ,
মরেও শান্তি পাবেনা
এই কুলাঙ্গার নাস্তিকটা ।