পরম দয়ালু আল্লাহ তুমি মহীয়ান ,
অসীম তোমার ক্ষমতা তুমি মহান।
চাই আমি শুধুমাত্র তোমারই আশ্রয় ,
ছড়িয়ে আছ তুমি সবখানে বিশ্বময় ।
ইবাদত করি আমি শুধুই তোমার ,
তুমিই শ্রেষ্ঠ আল্লাহ মালিক সবার।
ফিরে যেতে হবে সবার তোমার কাছে,
এই পৃথিবীতে যত শতশত সৃষ্টি আছে ।