পাইন গাছের সারি আমার
দেখতে ইচ্ছে করে,
তাই মন দার্জিলিং যেতে
চায় বারে বারে।
অপূর্ব সেই পাহাড়
আর বড্ড মায়াবী কুয়াশা,
আঁকাবাঁকা সেই পাহাড়ি রাস্তা
আর সবুজ ভালবাসা ।
ছোট্ট সুন্দর আপন শহর
ফিরতে চাই আমি বারবার,
সময় পেলেই মনে পড়ে
ডাকে আমাকে সেই পাহাড় ।