কি পেয়েছি আমি?
তোমায় ভালবেসে ?
একরাশ ঘৃণা আর অবহেলা
তখন তোমার কেউ ছিলনা
প্রেমিক গিয়েছিল ছেড়ে
কাঁদতে সারাদিন তার কথা ভেবে
একদিন বললে আমায় প্রেমের কথা
সাড়া দিলাম আমিও।
আমরা হেঁটেছিলাম অনেক পথ
হেসেছিলাম অনেকবার
আমি মন থেকে ভালবেসেছিলাম
তুমি বাসতে পারোনি
তোমার মনে ছিল সেই ছেলে
তাকে ভুলতে পাশে এসেছিলে
তারপর আরেকজনকে বিয়ে করলে
কি লাভ হলো তোমার এসব করে??