অংকের খাতার পাতাটা কেটে নিয়ে
অভিমানী সেই ছেলেটা,
চোখ ভরা জল নিয়ে চলে যাবে
দূরে অনেক দূরে অচিনপুরে।
বাসায় ফিরলে মা বকবে ,
বাবার নেই এতটুকু সময়।
কেউ তাকে একটুও বোঝে না
বোঝে সবাই কেবল একশতে একশ ।
এভাবেই মরে যাবে একটি স্বপ্ন।
কেউ তার কোন খোঁজও রাখবেনা,
সবাই যাবে ভুলে।
অপেক্ষায় থাকবে আরেকটি স্বপ্নের অপমৃত্যুর ।