চেয়েছিলাম তোমাকে
অনেক বেশী চেয়েছিলাম
নিয়তির কাছে হার মানতেই হলো
চলে গেলে তুমি বহুদূর
হেরে গেলাম আমি।
আজ বর্ণহীন আমার ঘরে
একা একাই থাকি আমি
আমি মেনে নিয়েছি সব
মেনে নিয়েছি আমার নিয়তি
আমার কোন আক্ষেপ নেই।
যাই করিনা আমরা
নিয়তি বলে একটা বিষয় থাকে
সেটা মেনে নিতে হয়
কেউ দ্রুত মানে কেউ দেরীতে
শেষপর্যন্ত মানতেই হয়।