নক্ষত্রের মত থেকে যাবে
নক্ষত্রের মত থেকে যাবে তুমি
আমার জীবনে
যে আলো তুমি দিয়েছিলে মনে
থেকে যাবে আমার জীবনে ।
মেঘে ঢেকে যাবে তুমি
আবার মেঘ কেটে গেলে
জেগে উঠবে মনে আসবে
ভেসে চলে যাব আমি।
নক্ষত্রের মত থেকে যাবে
আমি ভুলতে পারবনা
ভুললেও ঠিকই আলো দিবে তুমি
থেকে যাবে আমার জীবনে ।