নিয়েছ আমার সুখ
তাও তোমাকে ভালবাসি
তোমাকে নিয়েই স্বপ্ন দেখি
তুমিই স্বপ্ন দেখিয়েছিলে
বেড়িয়েছি কত পথ প্রান্তর
কখনো ক্লান্ত হইনি।
নিয়েছ আমার সুখ
তুমি সুখে আছ অনেক
দেখি তোমার হাসিমাখা মুখ
ফেসবুকে তোমার সুখ দেখি
আমার সুখ কেড়ে নিয়ে
তুমি বেশ ভাল আছ।