নিষ্ফল আক্রোশে চিৎকার করি
কিছুই করার নেই,
প্রতিদিন শুধু লাশ আসছে
কারো কোন বিকার নেই।
ধর্ষিত হচ্ছে অহরহ
কোন দয়ামায়া নেই,
পরকালে কঠিন আজাব হবে
ভুলে গেছে তারা সহজেই।
মাসুম বাচ্চারা পালাচ্ছে
বেঁচে থাকার আশায়,
মানবতা আজ ঘুমাচ্ছে
সে আজ বড্ড অসহায় ।