নির্জন রাতে ছাদে দাঁড়িয়ে
মনে পড়ে কত কথা,
এখানেই একদিন তুমি আমায়
দিয়েছিলে অনেক ব্যাথা।
আজও ভুলতে পারিনি আমি
সেদিনের সেই বিদায়,
মাঝে মাঝেই চোখের কোণে
জল এসে আটকায় ।
নির্জন ছাদে তাই আমি
হয়ে যাই বড্ড আনমনা ,
তুমি ভালই আছ ,সুখে আছ
ছিলে তুমি আমার প্রিয়তমা।