মুসলিম তুমি জেগে উঠো
আর ঘুমিয়ে থেকোনা ,
অনেক সময় পেরিয়ে গেছে
অবহেলা আর করোনা ।
অনেক সময় পেরিয়ে গেছে
আরামে আর আয়েশে,
সামনে আসছে কঠিন দিন
থাকতে হবে অনেক ক্লেশে।
সময় থাকতে সাবধান হও
জেগে উঠো তুমি মুসলিম ,
কেন বুঝতে তুমি পারো না
সামনে তোমার কঠিন দিন।