মুখে হাসি আর অন্তরে বিষ
এই হচ্ছে পাশ্চাত্য সভ্যতা,
কুকুর মরলে হাপিত্যেশ করে
মুসলমান মরলে স্তব্ধতা।
নিজের ঘর ঠিক না করে
অন্যকে দেয় খারাপ উপদেশ,
তাদের কথা শুনে অনেকেরই
হয়েছে আজ সব শেষ ।
মিষ্টি মিথ্যা কথার ফুলঝুরি
একদিন সবাই ঠিকই বুঝবে,
সেদিন আসবে সত্যের জয়
পাশ্চাত্য সভ্যতা পথ খুঁজবে ।