মৃত্যুর মতো হিম হয়ে যেতে হয় একসময়
তারপরেও থামেনা কলহ অন্যায়
শীতের কুয়াশার মতো নিভৃতে হারাতে হয়
এভাবেই সবাই একদিন চলে যায় ।
স্বপ্ন দেখার মানুষ ধীরে কমে যায়
স্বপ্নগুলো সব হারিয়ে যায় বাস্তবতায়
এভাবেই চলে যায় আস্তে আস্তে সময়
এভাবেই সবাই একদিন চলে যায় ।