মনে পড়ে সেই সুন্দর মাতাল সন্ধ্যা সুরঞ্জনা
আমি তুমি বসে ছিলাম নিরালায়।
আজ বড় বেশী মনে পড়ে তোমাকে আমার
স্মৃতিগুলো আজ বড় বেশী কাঁদায় ।
কেমন আছ তুমি আজ সুরঞ্জনা
মনে কি পড়ে তোমার নির্জনে আমায়?
ভাল আছ তুমি নিশ্চয় সংসার নিয়ে
কখনো ভুলতে পারবনা আমি তোমায় ।