মোনালিসার হাসির মত
রহস্যময় তোমার হাসি,
দেখলেই বারেবারে মনে হয়
অনেক অনেক ভালবাসি ।
সেই হাসি দেখার জন্য
রোজ পথ চেয়ে থাকি,
একটু ভালবেসো আমাকে
দিওনা আমাকে ফাঁকি ।
এই রহস্যময় মিষ্টি হাসি
চিরদিন যেন থাকে,
আবেশ দিয়ে যেন আমাকে
সবসময় ভুলিয়ে রাখে।