একটি করে ম্লান দিন চলে যায়
বুকের ভেতরে চেপে রাখা কষ্ট
ভেবেছিলাম একসময় ফিকে হয়ে যাবে
আরও বেশি কষ্ট এসে গেছে হায়।
বুকের ভেতরটা কেমন জানি করে
হারিয়ে যায় সময় থেকে মিষ্টি রোদ
খুব বেশি অসহায় মনে হয় নিজেকে
শ্বাস নেই যেন আমি জমাট অন্ধকারে।
বুকের ভেতর টনটন করে আমার
কাটেনা সময় যেন আমার কিছুতেই
নিঃশব্দ পায়ে চলি এই প্রাণহীন শহরে
সামনে শুধুই আমার গহীন অন্ধকার।