মায়াবী সেই প্রিয় মুখ
দেখতে ইচ্ছে করে বারবার,
দেখলেই তাকে মনে হয়
অপূর্ব সে ফুলের বাহার।
হাসলে তাকে যেন আমার
হৃদয়ে দোলা লাগে,
আবেশিত মনে হয় নিজেকে
অনেক স্বপ্ন জাগে।
আসবে কবে সে কাছে
অপেক্ষার প্রহর শেষ হয়না,
জানি সে আসবে কাছে
সে আমার ভালবাসার ঠিকানা ।