মানুষের ক্ষতি করে
সুখে আছ মহাসুখে ,
কদিন এভাবে থাকবে
থাকবে চিরকাল দুঃখে ।

ভাল খাচ্ছ ভাল ঘুমাচ্ছ
এভাবে আর কতদিন ,
সব তোমার শেষ হবে
আসবে দিন সুকঠিন ।

তোমার হৃদয় বন্ধ
হয়ে গেছ তুমি পাষাণ ,
পরিণতি ভোগ করতে
তৈরি হও হে মহান।


সুখে আছ মহাসুখে ,
কদিন এভাবে থাকবে
থাকবে চিরকাল দুঃখে ।

ভাল খাচ্ছ ভাল ঘুমাচ্ছ
এভাবে আর কতদিন ,
সব তোমার শেষ হবে
আসবে দিন সুকঠিন ।

তোমার হৃদয় বন্ধ
হয়ে গেছ তুমি পাষাণ ,
পরিণতি ভোগ করতে
তৈরি হও হে মহান।