মা ঘুরেফিরে দেখে
ছেলের শার্ট আর পাজামা,
ছেলে হারিয়ে গেছে কবে
আর ফিরে আসবেনা।
২১শে ফেব্রুয়ারি সেই যে গেল
ফিরে এল লাশ,
এভাবেই কেটে গেল
কত দিন ,রাত আর মাস।
মা ভাবে ফিরে আসবে
কোনভাবেই ভুলতে পারেনা,
ভাষার জন্য তাঁদের অবদান
আমরাও কোনদিন ভুলবোনা ।