কুয়াশার পর্দা সরে যেয়ে
আসবে নতুন দিন,
পৃথিবীর পথে শান্তি আসবে
উজ্জ্বল , উচ্ছল রঙিন ।
সব অস্পষ্টতা কেটে যেয়ে
সূর্যের আলো আসবেই,
স্বপ্ন হবে সত্যি সবার
আনন্দে সবাই ভাসবেই।
নতুন গন্ধে ভরে উঠবে
চারিদিকে শান্তির সুবাতাস,
সারস শুভ্র ডানায় ভাসবে
শান্ত , স্থির নীল আকাশ।