কৃষ্ণচূড়ার ছায়ায় আমি
দেখেছি তোমার হাসি,
সেই তখন থেকেই আমি
তোমায় অনেক ভালবাসি ।
নিষ্পাপ ঐ হাসিতে কেঁপেছিল
আমার কোমল হৃদয় ,
দিনরাত সবসময় এখন আমার
তোমায় ভালবাসতে ইচ্ছে হয়।
এভাবেই থেকে যাবে তুমি
আমার হৃদয়ের গভীরে ,
একটাই আবেদন তোমার কাছে
কখনো যেওনা দূরে সরে।