কোন এক শীতের ভোরে
ঠিক খুঁজবে তুমি আমায়
তখন আমি অনেক দূরে
খুঁজে পাবে কি তুমি আমায়?
কুয়াশার মতো হারিয়ে যাব
ঠিক নতুন সূর্য উঠবে আবার,
আমার কথা ভেবে ঠিক
মন খারাপ হয়ে যাবে তোমার ।
শীত যেয়ে আসবে বসন্ত
চারিদিক আবার ভরে যাবে ফুলে,
আমি ঠিক থাকব কোথাও
আমি দূরে গেলেও চলে।