কেমন করে বলি তোমায়
অনেক বেশী ভালবাসি
তোমায় ছেড়ে থাকতে পারিনা
তাইতো রোজ ছুটে আসি।
তুমি বুঝেও বুঝতে চাওনা
আমার ভালবাসা
তোমায় নিয়েই থাকতে চাই
এটাই এখন আমার আশা।
আমার অত সাহস নেই
বলতে পারবনা ভালবাসি
তুমি শুধু একবার বলনা
তোমায় অনেক ভালবাসি ।