কামনার চোখে আমি তাকিয়ে
করেছি ভালবাসার অপমান,
তাইতো আমায় ছেড়ে দূরে গেলে
নিয়ে একবুক অভিমান।
আমার ভুলের এই মাশুল
কখনো বুঝি শেষ হবেনা,
সেদিনই আমি বুঝেছিলাম
আর কখনো আমার থাকবেনা।
ক্ষণিকের এই ভুলের জন্যে
হয়ে গেছে মস্ত বড় ভুল,
কেঁদে কেঁদেই যেতে হবে
দিতে হবে ভুলের মাশুল।
কামনার চোখ দিয়ে দেখে
প্রেমিকার পেলাম ঘৃণা ,
আমাকে তুমি ক্ষমা করে দিও
ভুলে যেয়ো হে প্রিয়তমা।