জলবতী মেঘের বর্ষণে
প্রকৃতি আজ বড় অসহায়
জানি অভিমান নিয়ে বসে আছো
একা তুমি নিরালায়।
আজ যাওয়ার কথা ছিল
ঝুম বৃষ্টি এলোমেলো করে দিলো
মনের ভেতরে তাই বর্ষা
অনেক কষ্ট দিয়ে কোথায় হারালো।
জানি অভিমান করে তুমি কাঁদবে
ঝরে যাবে অনেক চোখের জল,
জল বতী মেঘের ঘর্ষণের মতো
তুমি আজ কাঁদবে অবিরল।