জীবন থেমে থাকেনা
নানা ঝড়ঝাপটার পরও চলতে থাকে
যেমন বৃষ্টির পর সূর্য আসে
রাতের পর আসে দিন।
যেমন চলে যায়
এই ভালো এই খারাপ
থেমে থাকেনা সময়
তাকে এগিয়ে যেতেই হয়।
জীবন একবারই আসে
খারাপ কাজ করার সুযোগ নেই
ভালো কাজ করেই যেতে হয়
সারা জীবন ধরে বারবার।