জানি আসবেনা তুমি কাছে
মনের ভেতরে অনেক অভিমান
অথচ তুমিই দূরে সরে গেছ
ভেঙ্গে দিয়ে আমার মন।
আকাশের ঐ তারার মাঝে
আজও আমি তোমায় খুঁজি
তুমি হারিয়েছ ঐ দূর নীলিমায়
আসবেনা কাছে আমি বুঝি।
ভালো থেকো তুমি অনেক
এই আমার এখন প্রার্থনা
অনেক ভালবেসেছিলাম তোমায়
সেকথা কখনো বুঝলেনা।