জানালা দিয়ে আকাশ দেখি
আর মুগ্ধতা শেষ হয়না ,
অবাক হয়ে দেখি সৃষ্টি
ভাল লাগা যেন শেষ হয়না।
আকাশ কখনো নীল কখনো
আঁধারের মত কালো ,
বৃষ্টি পড়লে ঠিক তখন
সবকিছুই যেন লাগে ভাল।
জানালা দিয়ে দেখি মানুষ
যাচ্ছে সবাই তার ঠিকানায় ,
জানালা দিয়ে দেখতে দেখতেই
এভাবেই আমার দিন কেটে যায় ।