‘যাকাতের কাপড়’ দিয়ে সওয়াব পেতে চাও
সওয়াব অনেক দেরী, আড়ি আমার যাও
গরীব মানুষকে তুমি আর করোনা অবহেলা
বিচার তোমার হবেই দেখবে আল্লাহ্র খেলা।
এমন চিন্তা তোমার আসে মাথায় কিভাবে
গরীবের জন্যে আলাদা কাপড় কেন দিবে?
তুমি যা পর তাই দিতে যদি তুমি না চাও
তুমি ভণ্ড তুমি পাপী আড়ি আমার যাও ।