হঠাত করেই আকাশ ঢেকে যায় কালো মেঘে
হঠাত করেই বাতাস ছুটে আসে তীব্র বেগে
তারপর নেমে আসে এক পশলা স্নিগ্ধ জল
চারিদিক কেমন হয়ে যায় অদ্ভুত সুন্দর কোমল।
আরও কিছুক্ষণ আকাশ ঢেকে থাকে মিষ্টি মেঘে
আরও কিছুক্ষণ চারিপাশে স্নিগ্ধতার ছোঁয়া লাগে
ভেজা হয়ে যায় রাস্তা ভেজা হয়ে যায় কবি মন
আবার আসবে বৃষ্টি প্রতীক্ষা করি আমি সর্বক্ষণ । (২৪/৬/১৭)