হঠাৎ কোন অন্যমনস্ক দুপুরে
মনে পড়ে যায় শৈশবের কথা
স্কুল থেকে ফিরে দ্রুত কিছু খেয়ে
সেই যে খেলতে যাওয়া
বৃষ্টিতে ভেজা
সন্ধ্যায় বসে তুমুল আড্ডা
আবার ফিরে পড়তে বসা।
প্রতিদিন সকালের স্কুল
মাঝেমাঝে পালিয়ে খেলা দেখা
ছিল এক লাগামছাড়া ভালবাসা
ছিল বন্ধু ছিল সুন্দর সময়
এই ঝগড়া এই মিল
কাটিয়েছি জীবনের শ্রেষ্ঠ সময়
আমার সোনালী সেসব দিন।