হারিয়ে যাবো আমরা
একদিন সবাই
সবাইকেই চলে যেতে হবে
রেখে যেতে হবে অভিমান
রেখে যেতে হবে ভালবাসা
রেখে যেতে হবে সব আশা।
আকাশের ঐ নীলে
হারিয়ে যাবো তারাদের মাঝে
সবাইকে চলে যেতে হবে
রেখে যেতে হবে স্মৃতি
রেখে যেতে হবে সব সম্পদ
রেখে যেতে হবে রাত দিন সময়।