হারিয়ে যাচ্ছে বিবেক
হারিয়ে যাচ্ছে বিবেক
হারিয়ে যাচ্ছে মায়া,
মানুষের মাঝেই দেখা যাচ্ছে
শয়তানের সব ছায়া।
ভালবাসা হারিয়ে গেছে
আছে শুধু ভণ্ডামি ,
মানুষ মরে গেলেও আজ
কাঁদছি না তুমি আমি।
নরক বেশী দূরে নয়
নরক এখন এই পৃথিবী ,
অচিরেই ধ্বংস হবে
পাপে লিপ্ত এই মানবজাতি ।