ঘুম নেই এই শীতের রাতে
ঘড়ির টিকটিক শব্দ আসে
এভাবেই কেটে গেছে কত সময়
মহাকালের স্রোতে আমরা ভেসে চলছি
চলছি ঐ দূর অজানায়।
ট্রেনের শব্দ কানে আসে
খুব প্রাণচাঞ্চল্য জাগে মনে
ভেসে যেতে ইচ্ছে হয়
ট্রেনে যেতে অজানায় যেতে ইচ্ছে হয়
ঘুম নেই এই শীতের রাতে।