একদিন কি হারিয়ে যাবে?
মানুষের সব আবেগ অনুভূতি ??
হারিয়ে যাবে সব শুভবোধ ?
কেন জানি ভয় হয়
খুব ভয় হয়
প্রযুক্তি সব করে নিয়েছে গ্রাস
এখন আর কারো সময় নেই
সময় নেই ভালোবাসার ।
একদিন কি হারিয়ে যাবে?
শিশুরা কি পাবেনা শৈশব ?
ঘুরবে খালি স্কুলে আর কোচিং সেন্টারে
ভালবাসবে কেবল টাকা আর বিলাস
মানবিকতা সব হারিয়ে যাবে
মিথ্যা আর সুদ ঘুষে ডুবে যাবে দেশ
সেদিনের জন্যে ভয় হয়
খুব ভয় হয়।