কষ্ট পেতে পেতে আমার
কষ্টই এখন ভাললাগে ,
কষ্টের সাগরে সাঁতার কেটেছি
পুকুরে কি আর ঢেউ জাগে?
নীল কষ্টের তীব্র বেদনা পেয়েছি
ভুলে গেছি সব অভিমান,
কষ্টগুলো সব ঐ দূরে ফেলে
লেখি এখন ভালবাসার গান ।
পৃথিবীতে বড্ড অল্প সময়
কি হবে এত কষ্ট নিয়ে,
সবাই আসুন পৃথিবী সাজাই
মনের সব ভালবাসা দিয়ে।