এই বৈশাখের বৃষ্টিতে
রাত যখন হয়ে আসে ধীরে
মনের ভেতর কেমন যেন করে
ঝড়ো বৃষ্টির মতই হয়ে যায় মন।
এই বৈশাখের বৃষ্টিতে
ভিজতে খুব ইচ্ছে হয়
কিন্তু ভিজতে চাওয়া মানুষের অভাব
তাই আমার সাধ পূর্ণ হয়না।
এই বৈশাখের বৃষ্টিতে
সাথে এলোমেলো বাতাস
আমার মনের ভেতরেও কেমন করে
উথাল পাথাল হয় এই মন।