এগিয়ে যাও সম্মুখপানে
পেছনে ফিরে তাকিওনা
এগিয়ে যাও দৃপ্ত ভঙ্গীতে
এগিয়ে যাও সামনের দিকে।
জীবন অনেক অনেক সুন্দর
দেবার আছে অনেক কিছু
সামনে তোমাকে যেতেই হবে
পেছনে থাকা চলবেনা।
হে তরুণ উদার প্রাণ
সামনে চলে এস গতিতে
সব বাধা ছিন্ন করে
সব অভিমান ঝেড়ে ফেলে।