ধ্রুবতারা একসময় হারিয়ে যায়
হারিয়ে যায় অই দূর অজানায়
আমি খুঁজে ফিরি তাকে অই আকাশে
কান্নার সুর ভাসে আমার বাতাসে।
বহুদিন পর আবার মনে পড়ে
হারিয়ে যে চলে গেছে দূর অন্ধকারে
ধ্রুবতারার মতো ছিল সে একদিন
দিনগুলি ছিল আমার উজ্জ্বল রঙিন ।
আঁকা আছে সব মনের পাতায়
আর আছে আমার বিবর্ণ খাতায়
ধ্রুবতারা আর সে ছিল একদিন
সব কিছু আজ যেন হয়েছে বিলীন ।
ধ্রুবতারা একসময় হারিয়ে যায়