হে প্রভু দ্বার খোলো তুমি করুণার
অবিরত পাপ করছি আমরা গোনাহগার
দূর করে দাও আমাদের মনের অন্ধকার
অসীম দয়া হে মহান প্রভু তোমার ।
তোমাকেই ডাকি আমি দিনে আর রাতে
থাকতে যেন পারি সর্বদা তোমার সাথে
সরল পথ খুঁজি যেন পথে যেতে যেতে
হতে পারি যেন তোমার গুনে গুণান্বিত হতে। (২০.৬.১৭)