চারিদিকে শুধু সংঘাত
কাটকাট আর মারমার,
পালিয়ে যেতে ইচ্ছে করে
মনের ভেতর হাহাকার।
ধর্ষণ হয় ছোট শিশু
বিশ্ববিদ্যালয়ে হানাহানি,
সংঘাত আর রক্তপাত
এই নিয়েই দিন টানি ।
কবে হবে এসব শেষ ?
কবে হবে এসবের অবসান,
সংঘাত কি থামবেনা ?
বাজবেনা শান্তির গান??