চাটুকার আজ পুরষ্কার নেয়
সাথে ভুঁড়ির হাঁসফাঁস ,
চারিদিকে বইছে যেন আজ'
সেসব মানুষেরই সুবাতাস।
নেই প্রতিভা নেই দ্রোহ
তবুও তারা আজ মহান কবি,
দালালি আর হিংসা যাদের পেশা
তারাই যেন আজ হয়েছে সবি।
এইসব অর্বাচীন আর কূপমণ্ডূক
এদের দল কিন্তু আজ ভারী ,
তাইতো মাঝে মাঝে মনে হয়
কবিতার সাথে থাকুক আমার আড়ি ।