বিমর্ষ পথিক পথ হারায় হঠাৎ বর্ষায়
শ্রাবণের জলে হঠাৎ সে থমকে দাঁড়ায়
ভেজা শরীর নিয়ে থাকে সে অপেক্ষায়,
সময় যেন তখন ঠিক থমকে যায় ।
বৃষ্টি শেষে আবার পথ চলা শুরু হয়
ভেজা বাতাস এসে তাঁর মন ভেজায়
চারিদিকের সবুজ দেখে সে বাঁচতে চায়
বর্ষার রূপ দেখে বারবার তার মন হারায়।