বখতিয়ারের ঘোড়া আর আসেনা
কোথায় যেন হারিয়ে গেছে হায়,
পরাজিত হই তাই আমরা বারবার
চলে যায় কেবল দিন,রাত আর সময়।
বখতিয়ারের ঘোড়া আর আসেনা
হারিয়ে গেছে ঐ দূরে অজানায়,
লোভী আর কাপুরুষ দিয়ে আজ
ভরে গেছে সব সুন্দর জায়গায়।
বখতিয়ারের ঘোড়া আর আসেনা
বিজয়ের নিশানাও আজ উড়েনা,
সবকিছু ঝিমিয়ে পড়েছে আজ হায়
বিজয়ের ভেলাও আজ আর ভাসেনা।