ছোট ছোট মানুষ বসে আছে
সিরিয়া বা আরাকানে,
খোলা আকাশের দিকে তাকিয়ে
অনেক অভিমান তাদের মনে।
কি অপরাধ তারা জানেনা
মরছে তারা অকারণে ,
পাপিষ্ঠরা হাসছে অট্টহাসি
ভয় নেই তাদের মনে।
একদিন ঠিক বিচার হবে
বিচার করবেন তিনি মহান ,
পাপীরা সেদিন শুধুই কাঁদবে
ধ্বংস হবে তাদের জীবন।