সকলই বিনষ্ট হবে একদিন নিশ্চয়
তিনি থাকবেন তখন অমর অক্ষয়
তারপর সবাই পাবে তার প্রতিদান
বিচার করবেন তিনি সর্ব শক্তিমান ।
কারো প্রতি সেদিন হবেনা অত্যাচার
কেউ পাবে মুক্তি, কারো শাস্তি ভার
আসবে নিশ্চয় খুব ভয়ংকর সেদিন
পাপীদের শাস্তি হবে জেনো অতি কঠিন ।