যতই তোমার কথা ভাবি
আমি কষ্ট পাই
ভীষণ কষ্ট পাই
বুক ফেটে কান্না চলে আসে
সবকিছু শূন্য মনে হয়
ভাবলেই বাড়ে ক্ষতের যন্ত্রণা ।
বুকের ভেতরে ক্ষত হয়ে গেছে
কিছুতেই আর ভাল লাগেনা
মন বসেনা আমার কিছুতেই
আমি আমার ভাগ্য মেনে নিয়েছি
তারপরেও তোমার কথা ভাবলেই
বাড়ে ক্ষতের যন্ত্রণা ।